X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

একজন জুয়াড়ির জীবনকাহিনি...

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১০:৪৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১২:৫২

মুহাম্মদ নাজিম উদ্দিন রাজুজুয়া খেলছেন মোশাররফ করিম। এটা তার কাছে জীবিকা নির্বাহের মাধ্যম। তিনি মানসিকভাবে জুয়া খেলাকে পেশা মনে করেন। তার দৃষ্টিতে চুরি, ডাকাতি কিংবা কোনও মানুষের ক্ষতি করছেন না। বরং বিনিয়োগ করেই উপার্জন হচ্ছে তার। কিন্তু পরিবার ও সমাজ তাকে দেখে ঘৃণার চোখে।
বাস্তবে নয়, ‘চরকি’ টেলিছবিতে মোশাররফকে এমন জুয়াড়ির চরিত্রে দেখা যাবে। তবে তাস নয়, তিনি জুয়া খেলেন চরকি দিয়ে। একজন জুয়াড়ির জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এখানে।
‘চরকি’ লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ নাজিম উদ্দিন রাজু। তিনি বাংলা ট্রিবিউনকে জানালেন, কয়েক মাস আগে এর শুটিং হয়েছে পূবাইলে।
তবে এ টেলিছবিতে যে চরকি দেখা যাবে তা বানানোর মজার ঘটনা আছে। পরিচালক রাজু বললেন, তাস এড়াতে বেছে নিয়েছি চরকি। এটা সাধারণত মেলায় দেখা যায়। তাই কোথাও না পাওয়া যাওয়ায় আমার সহকারীকে বলি, গ্যারেজ থেকে রিকশার চাকা ব্যবস্থা করো। এরপর ওটার ওপর একটা বোর্ড বসিয়ে রাজা-প্রজাসহ বিভিন্ন প্রতীক আঁকো। এভাবেই সাজানো হয়েছে চরকি।’
এ টেলিছবিতে অভিনয় করেছেন মোশাররফের স্ত্রী জুঁই করিম। এছাড়াও আছেন মুকিত জাকারিয়া, আরফান, হোসনে আরা পুতুল ও মতিউর রহমান। আরটিভিতে শুক্রবার রাত ৮টায় দেখানো হবে ‘চরকি’।


মোশাররফ করিম ও জুঁই দম্পতি/ ছবি: সংগৃহীত

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু