X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কল্পনাও করতে পারেননি দীপিকা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ১৩:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৩:৩৬

সঞ্জয়লীলা ও দীপিকা এক দশক আগে বলিউডে পদচারণা শুরু হয়েছিল দীপিকা পাড়ুকোনের। তবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন এমনটা নাকি তখন কল্পনাও করতে পারেননি তিনি।
সেই দীপিকা এখন আছেন মহাকাব্য পদ্মাবতী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘পদ্মাবতী’ মুক্তির অপেক্ষায়। এ নিয়ে সঞ্জয়লীলা বানসালি নির্মিত তিনটি ছবিতে অভিনয় করে ফেললেন তিনি। দীপিকার বিশ্বাস, ছবিটি সকল সমালোচনা ছাপিয়ে পর্দায় প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রির জন্য বড় সাফল্য নিয়ে আসবে।
দীপিকা বলেন, ‘একজন নারী হিসেবে, এ ছবির অংশীদার হতে পেরে এবং যে গল্প বলা প্রয়োজন ছিল তা বলতে পেরে আমি গর্ববোধ করছি। এবং এটি বলা প্রয়োজন।’
পদ্মাবতী চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। রাজপুতের রানি পদ্মাবতীর আত্মত্যাগ, সাহসিকতা এবং প্রতিপত্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছবিটি নির্মাণ করেছেন বানসালি। সমালোচনা রয়েছে, নির্মাতা ছবিটিতে কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন। রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি অভিযোগ তোলেন বানসালি ‘ইতিহাস বিকৃত’ করছেন। তারা ‘পদ্মাবতী’ ছবিটির মুক্তি স্থগিত করার দাবি জানান। তবে দীপিকার বিশ্বাস, নির্ধারিত তারিখ অর্থাৎ ১ ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি।  

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা