X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিনেমার মহরতে কুয়েতের রাষ্ট্রদূত!

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১২:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩৮

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ.এইচ. হায়াৎ। সম্প্রতি তিনি প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছেন একটি সিনেমার মহরতে! যেমন চিত্র অতীতে আর কখনও দেখা গিয়েছে বলে দাবি করতে পারেননি কেউ।
১৬ নভেম্বর সন্ধ্যায় সাভারে অবস্থিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের শুটিং বাড়িতে এ ঘটনা ঘটে।  ছবিটির নাম ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’। এ ছবির মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, ছবির প্রযোজক কে এম মনিরুজ্জামান, চিত্রপরিচালক এফ আই মানিক, নতুন জুটি জয় চৌধুরী-রুমানা নীড় প্রমুখ।
মহরতে এসে কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ বলেন, ‘চলচ্চিত্র বিষয়টি আমার অনেক পছন্দের। যদিও আমি কখনও শুটিং দেখিনি। তাই আমন্ত্রণ পেয়েই চলে এসেছি। আমি এই ছবির সাফল্য কামনা করছি। সবার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।’
তবে এই ছবির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সংযোগ কিভাবে ঘটলো- সেটি সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ ছবিটি পরিচালনা করছেন এ কিউ খোকন। প্রযোজনা করছে গোল্ডেন ফিল্মস। এতে জয় চৌধুরী-রোমানা নীড় ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ।
ছবিটির শুটিং শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
কান উৎসব ২০২৪সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
গ্রাঁ প্রিঁ জিতে ভারতীয় নারী নির্মাতার ইতিহাস
কান উৎসব ২০২৪গ্রাঁ প্রিঁ জিতে ভারতীয় নারী নির্মাতার ইতিহাস
জুরি প্রাইজ পেলো দর্শকপ্রিয় ছবিটি
কান উৎসব ২০২৪জুরি প্রাইজ পেলো দর্শকপ্রিয় ছবিটি
সেরা পরিচালকের পুরস্কার গেলো পর্তুগালে
কান উৎসব ২০২৪সেরা পরিচালকের পুরস্কার গেলো পর্তুগালে