X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১৬ ব্যান্ডের অংশগ্রহণে ‌‘ব্যান্ড ফেস্ট’

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৯

সংবাদ সম্মেলনে আয়োজক ও ব্যান্ড সংশ্লিষ্টরাচ্যানেল আইয়ের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সংগীত উৎসব।
এবারের আয়োজনে অংশ নেবে বাংলাদেশের ১৬টি ব্যান্ডদল। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে উৎসবের দিনব্যাপী কার্যক্রম।
এ উপলক্ষে ৩০ নভেম্বর, বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘৩ বছরে ব্যান্ড ফেস্টের সফলতা উল্লেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। বিশ্বব্যাপী চ্যানেল আইয়ের ৬ কোটি দর্শক উপভোগ করার সুযোগ পাচ্ছে দেশের ব্যান্ড সংগীত।’
এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে- অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্টিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈ এবং এলআরবি।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট- ১৭’। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র