X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অনুষ্ঠিত হলো চতুর্থ ‘ব্যান্ড ফেস্ট’

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০

চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যান্ড সংগীতের প্রসারে ৪র্থ ‘ব্যান্ড ফেস্ট’।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টা থেকে স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ও ১৬টি ব্যান্ড দলের সদস্যদের সঙ্গে নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ উৎসবের উদ্বোধন করেন। তখন স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিকরা ‘বিজয় নিশান উড়ছে ঐ...’ গানটি পরিবেশন করেন সমবেত কণ্ঠে।
এর পর এলআরবি পপগুরু আজম খানের ‘আমি যারে চাইরে’ গানের কিছু অংশ পরিবেশন করেন। তবে উদ্বোধনের আগে জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন এলিটা করিম।
মূল অনুষ্ঠান শুরু হয় শিল্পী মেহরীনের একটি গান পরিবেশনের মধ্য দিয়ে। ‘ব্যান্ড ফেস্ট’ চলে সন্ধ্যায় ‘বেসিক আলী’ আসার আগ পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করে এলআরবি।
উদ্বোধন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র সদ্যপ্রয়াত আনিসুল হক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিয়েছে- অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্টিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈ এবং এলআরবি।
পুরো উৎসব উপস্থাপনা করেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করেন অনন্যা রুমা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’