X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অস্কারের প্রাথমিক তালিকায় আবারও ওয়াহিদ

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২

‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম টু’ এর দৃশ্য, (ডানে) ওয়াহিদ ইবনে রেজা গত বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) মনোনয়নের একেবারে শর্ট লিস্টে (সেরা ৫ ছবির তালিকা) ছিলো বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজার ছবি। যদিও শেষ পর্যন্ত সেরাদের সেরা হতে পারেনি।
এবারও তার সিনেমা আছে অস্কারের তালিকায়! ৯০তম অস্কারের প্রাথমিক ২০টি ছবির মনোনয়নে আছে তার ছবি ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি: ভলিউম টু’। এতে তিনি ভিএফএক্স নিয়ে কাজ করেছেন। বিষয়টি জানালেন ওয়াহিদ নিজেই।
তার ভাষ্য, ‘গত বছর (২০১৬) এই সময়ের দিকে একটা মজার ব্যাপার হয়। অস্কার পুরস্কারের ভিএফএক্স ক্যাটাগরির প্রথম তালিকায় যে ২০টি সিনেমার নাম আসে, দেখা যায় আমি তার মধ্যে ৩টি সিনেমায় কাজ করেছি! সব শেষে যখন নমিনেশনের পাঁচটি সিনেমার তালিকা বের হয়, সেখানেও একটি সিনেমায় কাজ করি। এবার প্রথম ২০টা সিনেমার তালিকায় মাত্র একটাতে কাজ করেছি। দেখা যাক চূড়ান্ত সময়ে কী হয়।’
ওয়াহিদ ইবনে রেজাকে হলিউডের সুপারহিরোদের পেছনের কারিগর (ভিজ্যুয়াল ইফেক্টস) বলা হয়। চলচ্চিত্রের মাধ্যমে দেশের বাইরে নিজেকে উজ্জ্বলভাবে মেলে ধরেছেন এই মাধ্যমে।

তিনি এখন আছেন হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজওয়ার্কস-এর অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে।

‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম টু’ এর ট্রেলার:

ওয়াহিদ ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমেও কাজ করেছেন। এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি।
ভিজ্যুয়াল ইফেক্টসে ওয়াহিদের কাজ করা মুভি ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ ছবি ২০১৭ সালে অস্কারে নমিনেশন পেয়েছিলেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র