X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবারও জায়েদ-পরীমনি, সঙ্গে মাহি?

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭

মাহি, জায়েদ খান ও পরী/ ছবি: বাংলা ট্রিবিউন ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জায়েদ খান ও পরিমনি জুটির আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। পরিচালক মালেক আফসারী ছবিটি মুক্তির আগেই নতুন ঘোষণা দিয়েছেন। জানালেন, তার নতুন ছবির নাম ‘একজন কয়েদির ডায়েরি’।
আর এতে কেন্দ্রীয় চরিত্র থাকছেন জায়েদ খান। নায়িকা হিসেবে পরীমনি থাকছেনই, আরও থাকবেন মাহিয়া মাহি।
বিষয়টি নিয়ে মালেক আফসারী বলেন, ‘নতুন ছবি চূড়ান্ত। ছবিতে পুরনো জুটি জায়েদ-পরী থাকছেন। অপর নায়িকা হিসেবে আসবেন মাহি। আমি সবার সঙ্গেই ছবিটি নিয়ে আলোচনা করেছি। ছবির কাজ জানুয়ারি থেকে শুরু হবে।’
গত ১০ ডিসেম্বর রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত ‘অন্তর জ্বালা’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তবে মাহির বিষয়ে জানা যায়, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
এদিকে ‘অন্তর জ্বালা’র মতোই নতুন ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন জায়েদ খান।  
‘অন্তর জ্বালা’ ছবিটি দেশের ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে আরও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, অমিত হাসান, প্রয়াত মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র