X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পদ্মাবতীকে নিয়ে আরেকটি ছবি

বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০০:১১

পদ্মাবতীর ভূমিকায় দীপিকা পাড়ুকোন ভারতের চিত্তোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনে নির্মিত এক ছবিকে ঘিরেই বিতর্কের বন্যা বয়ে যাচ্ছে, এর মধ্যে এই ঐতিহাসিক চরিত্র নিয়ে আরেকটি ছবি তৈরির খবর বেরিয়েছে। এর নাম রাখা হয়েছে ‘ম্যায় হু পদ্মাবতী’। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

সঞ্জয়লীলা বানসালির বিশাল ক্যানভাসের ছবি ‘পদ্মাবতী’কে ঘিরে বিতর্ক তোলপাড় ফেলেছে সারাভারতে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার স্বামীর চরিত্রে আছেন শহিদ কাপুর। আর দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি হিসেবে দেখা যাবে রণবীর সিং। পদ্মাবতীর সঙ্গে এই সুলতানের একটি স্বপ্ন দৃশ্যকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ভারতে। রাজস্থানের উগ্রবাদী সংস্থাগুলোর দাবি, রানি পদ্মিনী কখনও জনসমক্ষে নাচেননি, অথচ বানসালি তার ছবিতে সেটাই দেখিয়েছেন।

এদিকে বানসালির ছবি যে বিতর্কের সম্মুখীন হয়েছে, এর পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ‘ম্যায় হু পদ্মাবতী’র গল্প লিখেছেন রাজস্থানের একজন লেখক। এছাড়া বিতর্ক এড়াতে রাজস্থানের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নেওয়া হবে প্রয়োজনীয় তথ্যাদি।

পদ্মাবতীর ভূমিকায় দীপিকা পাড়ুকোন নতুন ছবিটির প্রযোজক অশোক শেখর জানান, এতে অভিনয় করবেন নতুন মুখ। হিন্দি ও রাজস্থানি ভাষায় মুক্তি দেওয়া হবে ‘ম্যায় হু পদ্মাবতী’।

এদিকে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ সহসা ছাড়পত্র পাচ্ছে না। কারণ ছাড়পত্র দিতে এ সপ্তাহে ছবিটি দেখার পরিকল্পনা আবার স্থগিত করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এক্ষেত্রে বিশেষজ্ঞদের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র