X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
২০১৭ থেকে ১৮: প্রাপ্তি ও প্রত্যাশা

‘চ্যালেঞ্জিং চরিত্রের আশায় থাকবো’

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:০১আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:০৯

মেহজাবিন চৌধুরী ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল’, ‘হাই হিল’, ‘মেয়েটির হাতে যাদুর প্রদীপ’, ‘তোমার জন্য মন’সহ সদ্য গত হওয়া বছরে এমন বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার মেহজাবিন চৌধুরী। তবে ‘বড় ছেলে’ নামের টেলিছবিতে অভিনয় করে ‘টক অব দ্য কান্ট্রি’ হয়েছেন। নিজেও স্বীকার করেছেন, তার অভিনয় জীবনের এটাই সেরা নাটক। এমন সাড়া এর আগে কোনও কাজে পাননি।
২০১৭:  ‘বড় ছেলে’ কাজটিকেই আমি এগিয়ে রাখব। একটা কাজকে যখন মানুষ ভালো বলে প্রশংসা করে তখন এই ভালো লাগাটা কাজের ধারাকে আরও বাড়িয়ে তোলে। কাজ করতে আরও অনুপ্রেরণা পাই। এইজন্য ধন্যবাদ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং জিয়াউল ফারুক অপূর্ব ভাইকে। কৃতজ্ঞতা ভক্তদের কাছেও।
একটি ছেলের গল্প। প্রথমে ভেবেছিলাম যেহেতু ছেলের গল্প হয়তোবা এতে আমি একটা ছোট্ট অংশ হয়েই থাকব। তবে যখন কাজ শুরু হলো তখন বুঝলাম এটি আসলে দুজনেরই গল্প। গল্পটা খুবই ইমোশনাল। তবে এতটা যে সাড়া ফেলবে ভাবিনি। এই সুবাদে খুব ভালো কেটেছে ২০১৭।
২০১৮: প্রত্যাশা হলো, ২০১৭ সালের চেয়ে ভালো কাজ করা। নিজেকে ছাড়িয়ে যাওয়া। গত বছর রেসপন্সের দিক দিয়ে ‘বড় ছেলে’ নাটকটি ভালো ছিল। কিন্তু অভিনয় বা কাজের দিক দিয়ে আরও অনেক নাটক আমার কাছে এগিয়ে ছিল।
যেমন মাবরুর রশিদ বান্নাহর ঈদের নাটক ‘মেয়েটির হাতে জাদুর প্রদীপ’। এ নাটকে আমার কোনও নায়ক ছিল না। তাই চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। ২০১৮ সালে এমন আরও কিছু চ্যালেঞ্জিং চরিত্রের আশায় থাকবো।

মেয়েটির হাতে জাদুর প্রদীপ:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র