X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সমাহিত করা হলো শাম্মী আখতারকে

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৫:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪

তিন সময়ের শাম্মী আখতার আজ (১৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে সমাহিত করা হলো নন্দিত কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। এর আগে জোহরের নামাজ শেষে শান্তি নগর আমিনবাগ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য-স্বজন ছাড়াও সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, সেলিম আশরাফ, জাহাঙ্গীর, প্রিন্স মাহমুদ, শফিক তুহিনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
এর আগে ১৬ জানুয়ারি রাতে মরদেহের অবস্থার কথা বিবেচনা করে শিল্পীর পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারে না নেওয়ার সিদ্ধান্ত জানান।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শাম্মী আখতার। গতকাল (১৬ জানুয়ারি) বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।

শাম্মী আখতারের উল্লেখযোগ্য গান:


এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিন শ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
‘ভাগ্য ভালো, আমরা তখন গল্প করছিলাম’
বাপ্পার ভবনে আগুন‘ভাগ্য ভালো, আমরা তখন গল্প করছিলাম’
পদক নিয়ে পারিবারিক কলহ, এরমধ্যেই চুরি...
পদক নিয়ে পারিবারিক কলহ, এরমধ্যেই চুরি...
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া