X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্যাংকক যাচ্ছেন মাহি-ইমরান-কোনাল

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৮:২২

মাহি, ইমরান ও কোনাল। ছবি: বাংলা ট্রিবিউন চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ আসরের শুরুটা হয়েছিল গেল বছর ১৭ জুলাই থেকে। প্রায় ছয় মাস পর পর্দা নামতে যাচ্ছে সংগীতবিষয়ক এই রিয়েলিটি শো’র। ২১ জানুয়ারি ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর চূড়ান্ত পর্ব তথা গ্র্যান্ড ফিনালে।
আর এই আসরের চূড়ান্ত প্রতিযোগিদের সঙ্গে যোগ দিচ্ছেন একই রিয়েলিটি শো থেকে উঠে আসা সফল দুই কণ্ঠশিল্পী ইমরান (২০০৮) ও কোনাল (২০০৯)। জমকালো এই আসরে চমক হিসেবে আরও উপস্থিত থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
ইমরান বলেন, ‘কাল (২০ জানুয়ারি) ১২টায় আমাদের ফ্লাইট। ভাবতে ভালো লাগছে প্রায় ১০ বছরের পুরনো সেই মঞ্চে আবারও উঠবো, গাইবো। আসলে বিষয়টি স্মৃতিকাতর। এই মঞ্চকে ঘিরে আমার অনেক অনেক স্মৃতি। নিশ্চয়ই কোনালেরও একই অবস্থা। জেনেছি বন্ধু মাহিও যাচ্ছেন আমাদের সঙ্গে। মোট মিলিয়ে উপভোগ্য হবে এবারের আসর।’
ইমরান আরও জানান, সেরাকণ্ঠের এবারের চূড়ান্ত পর্বে তিনি ও কোনাল যৌথভাবে পরিবেশন করবেন একটি রবীন্দ্রসংগীত। ‘আমি চিনিগো চিনি তোমারে’ শিরোনামের এই গানটির সঙ্গে থাকবে অন্যরকম একটি কোরিওগ্রাফি।
ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। উপস্থাপনায় মারিয়া নূর।
এবারের আসরের সেরা ৮ প্রতিযোগীরা হলেন- স্মিতা, ফাতেমা, জনি, ঐশী, সুমনা, স্বপন, আদিবা ও তরিক।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র