X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ব্যাচেলর ও বাড়িওয়ালার দূরত্বের গল্প

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:০২

নাটকের একটি দৃশ্যব্যাচেলর বিড়ম্বনা ও টানাপড়েন নিয়ে মজার একটি নাটক নির্মিত হয়েছে। এর নাম ‌‘উই আর ব্যাচেলর’। মূলত বাড়ি ভাড়া নিয়ে একক এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ।
যেখানে বিশেষ একটি চরিত্রের হাজির হবেন মূকাভিনেতা নিথর মাহবুব।
এর গল্পটি এমন, কয়েকজন ব্যাচেলর বাড়ি ভাড়া নিতে আসে। কিন্তু তারা ‘পরিবার আছে’ বলে বাড়ির মেয়েকে বিভ্রান্ত করে। আর এমন ভাড়াটিয়াদেরকে পিস্তল হাতে ধাওয়া করেন নিথর মাহবুব।
নিথর বলেন, ‘এটি মূলত ব্যাচেলর ও বাড়িওয়ালাদের দূরত্বের গল্প। কিছুটা হাস্যরস আকারে সেটা তুলে ধরা হয়েছে।’
নাটকটিতে ব্যাচেলর হিসেবে অভিনয় করেছেন জোভান, রাশেদ মামুন অপু, আশিক চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তানিন শুভা, টুটুল চৌধুরী, আহাম্মেদ সাব্বির রোমিও, কাদেরি, শিশির আহম্মেদসহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা যায়, এক ঘণ্টার এ নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি