X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তিন ব্যান্ডের ‘রক অন ঢাকা’

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৯:১৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৩৪

লিংকন (আর্টসেল), এলআরবি (উপরে), আর্বোভাইরাস (নিচে)শীতে মঞ্চ মাতাতে আয়োজন করা হয়েছে রক ঘরানার কনসার্ট। নাম ‘রক অন ঢাকা’। আগামী ২ ফেব্রুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের এক্সপো জোনে এটি অনুষ্ঠিত হবে।
আর এতে অংশ নেবে তিনটি ব্যান্ড। এগুলো হলো এলআরবি, আর্টসেল ও আর্বোভাইরাস। কনসার্টটির যৌথ আয়োজক উইজার্ড শোবিজ ও আইআরবি ইভেন্ট।
আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মঈন আল হেলাল সুপল বলেন, ‘আমরা নিয়মিত কনসার্ট আয়োজন করে আসছি। এবার শীতকে ঘিরে কনসার্টের এ আয়োজন। যেহেতু রক ঘরানার অনুষ্ঠান, তাই ব্যান্ডের নামের তালিকাও সেভাবে তৈরি করা হয়েছে।’
কনসার্টটি শুরু হবে এদিন দুপুর ৩টায়। আর চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজকরা জানান, টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে বিএফসি’র আউটলেটে। এছাড়া দারাজ ও আইআরবি-এর ফেসবুক পেইজ থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু