X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এটি নেগেটিভ প্রচারণা নয়: রাজু

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯

চমকে ওঠার মতোই খবর। পরিচালক নিজেই নিষেধ করছেন যেন তার ছবিটি না দেখা হয়!
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির এমন ব্যতিক্রমী পোস্টারই কিন্তু কয়দিন ধরে দেখা যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীরা ছবিটি দেখবেন না।
ছবিটি আজ দেশের প্রায় ১০০টি হলে মুক্তি পাচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। বিশেষ চরিত্রে আছেন নায়ক ইমরোজ।
এদিকে বিষয়টি নিয়ে পরিচালক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেকে আমার কাছে ফোন দিয়ে বলেছেন, কেন আমি নেতিবাচক প্রচারণার আশ্রয় নিয়েছি? আমি বলব, এটা নেগেটিভ প্রচারণার জন্য নয়। কেন আমি এটি করেছি, তা ছবি মুক্তির পর বলতে চাই। আমার ধারণা, ছবিটি দেখলে দর্শকরা এমনিতেই বুঝতে পারবেন।’
আরিফিন শুভ বলেন, ‘এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে। আর দর্শকরা আবারও আমাকে রোমান্টিক ছবিতে দেখতে পাবেন।’
ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ ও একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। প্রযোজনায় আছে দি অভি কথাচিত্র।

শুভ, তানহা ও পরিচালক রাজু। ছবি- সংগৃহীত

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’