X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কপিলের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮

‘ফ্যামিলি টাইম’ অনুষ্ঠানের প্রোমোতে কপিল শর্মা নতুন অনুষ্ঠান নিয়ে ছয় মাসেরও বেশি সময় পর ছোট পর্দায় ফিরছেন ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হতে যাচ্ছে তার উপস্থাপনায় ‘ফ্যামিলি টাইম’।

এই খবরে যদি ভাবেন কপিলের দুঃসময় কেটেছে তাহলে ভুল হবে। নতুন আরেক সমস্যায় জড়িয়ে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ তুলেছে অমৃতসারের একটি ছাত্র ফেডারেশন। টাইমস অব ইন্ডিয়ার এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি অমৃতসারে রাতের আলোয় মোটরসাইকেল চালিয়েছেন কপিল। তার মাথায় ছিল টুপি। ওই শহরের শুন্যতা কতটা অনুভব করেন তাও বলেছেন তিনি। সেই মুহূর্তের ভিডিও গত ১৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করেন ৩৬ বছর বয়সী এই তারকা। এটাই কাল হয়ে গেছে তার জন্য!

ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি কেশব কোহলির অভিযোগ, অমৃতসারে অনেক জোরে মোটরসাইকেল চালিয়েছেন কপিল। এমনকি তিনি হেলমেট পরেননি।

সংগঠনটির সভাপতি ভিডিওটির প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, তারকা হিসেবে অমৃতসারকে জনপ্রিয় করেছেন সত্যি, কিন্তু তারও কিছু দায়বদ্ধতা আছে।

এদিকে পুলিশের ডেপুটি কমিশনার লাখবির সিং বলেন, ‘আমরা তদন্ত করছি। কপিল শর্মার কারণে আইন লঙ্ঘন হয়ে থাকলে আমরা ব্যবস্থা নেবো।’
এদিকে আগামী মাসের শেষ সপ্তাহে ‘ফ্যামিলি টাইম’ অনুষ্ঠানের প্রচার শুরু হতে পারে। তবে এ আয়োজনে থাকছেন না আরেক কমেডিয়ান সুনীল গ্রোভার। যদিও কিকু সারদা আর চন্দন প্রভাকরকে এবারও কপিলের সঙ্গে দেখা যাবে বলে এক খবরে জানিয়েছেন ইন্ডিয়া এক্সপ্রেস। 

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু