X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লেহেঙ্গা ৩ কোটি, তোয়ালে দেড় লাখ রুপি!

বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৮

লেহেঙ্গা ৩ কোটি, তোয়ালে দেড় লাখ রুপি! ভারতীয় সিনেপ্রেমীরা একেবারে আদর্শ হিসেবে মানেন বলিউড তারকাদের। এ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনাও দেখা যায়। এমনকি সিনেমায় তারকারা যে জিনিসপত্র ব্যবহার করেন, তা কিনতে হুলুস্থুল কাণ্ড ঘটে যায়।
যেমন সালমান খানের তোয়ালে। এর দাম উঠেছে প্রায় দেড় লাখ (১ লাখ ৪২ হাজার) রুপি!  ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সালমানের ব্যবহৃত সেই তোয়ালে যেন একসময়ের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। আর তাতেই তো এত চড়া দামে নিলাম।
‘লগান’ ছবিতে আমির খানের ব্যাটের জাদুকরিতেই কুপোকাত হতে হয়েছিল ইংলিশদের। গোটা ‘লগান’ টিম সবাই সই করেছিলেন সেই ব্যাটে। আনাড়ি হাতে তৈরি এ ব্যাটের বিক্রি হয়েছিল ১ লাখ ৫৬ হাজার রুপিতে!
লেহেঙ্গা ৩ কোটি, তোয়ালে দেড় লাখ রুপি! একবার শাম্মি কাপুর কাশ্মিরে গিয়ে ‘ইয়াহু’ চিৎকার দিলেন! এটা দেখা গেল ‘চাহে কহি মুঝে জঙ্গলি কহে...’ গানের মাধ্যমে। তখন দর্শকের নজর কেড়েছিল শাম্মির পরনের খয়েরি রঙের জ্যাকেটটি। পরে এর দাম উঠল ৮০ হাজার।
‌‘ধাক ধাক করনে লাগা...’ এই গানের কথা মনে আছে? মাধুরী দীক্ষিত হলদে রঙের এক পোশাক পরে নেচেছিলেন। শুটিং শেষে ৮০ হাজার রুপিতে নিলাম হয়েছিল সেটি।
আর ‘দেবদাস’ এর ‘মার ডালা...’ গানটি অন্য সবার দাম ‘মেরে’ দিয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ ছবিতে মাধুরীর ব্যবহৃত সেই লেহেঙ্গার দাম নিলামে উঠেছিল ৩ কোটি রুপি! লেহেঙ্গা ৩ কোটি, তোয়ালে দেড় লাখ রুপি! সূত্র: জি-নিউজ

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র