X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে আমিনা আহমেদের গান

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৬:৩৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৭:৪২

আমিনা আহমেদ ও জাহিদ মামুন রবীন্দ্রসংগীত চর্চা ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সমাজসেবী আমিনা আহমেদ। এবার তিনি অংশ নিচ্ছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত গানের আসরে।
এতে তার সঙ্গে গাইবেন সংগীতশিল্পী মামুন জাহিদ। আগামী ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক কেন্দ্রটি থেকে জানানো হয়, পুরো আয়োজনটি রবীন্দ্রসংগীত নিয়ে। এতে দ্বৈতর পাশাপাশি একক গান গাইবেন শিল্পীরা।
রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ পিয়ানো শিল্পী হিসেবেও প্রশংসিত। তিনি লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজ থেকে এ বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত। এছাড়া ৩৬ বছর কাজ করেছেন পশ্চিমা সংগীত নিয়ে। রবীন্দ্রসংগীত নিয়ে প্রায়ই দেশ-বিদেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আমিনা আহমেদ। এছাড়া দেশে বিটিভি ও বাংলাদেশ বেতার নিয়মিত গেয়ে আসছেন এই শিল্পী।
অন্যদিকে রবীন্দ্রসংগীতশিল্পী মামুন জাহিদ আধুনিক বাংলা গানেও বেশ প্রশংসিত। নিয়মিতই বিটিভি ও বেতারে গাইছেন তিনি। গত বছর সেরা গায়ক হিসেবে আরটিভি পুরস্কার পান মামুন জাহিদ।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা