X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘নতুন আমাকে চিনবেন শ্রোতারা’

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১০:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১০:০৬

তরুন মুন্সীচলে যদি যাবি দূরে স্বার্থপর... এটুকু বলার পর তরুন মুন্সীর নাম উচ্চারণ না করলেও চলে। কারণ এখনও অসম্ভব জনপ্রিয় হয়ে থাকা এই গানটির কথা-সুর-কণ্ঠ তারই। ১৯৯৮ সালে ব্যান্ড ‘দ্য ট্র্যাপ’ এর অ্যালবামে ছিল গানটি।
মাঝে বেশ বিরতি। সম্প্রতি গানের এই তরুণ পুরোদমে ফিরেছেন গানে। নিয়মিত লিখছেন সুর করছেন অন্য শিল্পীর জন্য। নিজেও কণ্ঠে তুলছেন মাঝে মাঝে। সেই ধারাবাহিকতায় এবার আসছে তরুন মুন্সীর গান ‘বলিনি কিছুই’।
শুধু গান হলে তো আর আজকাল চলে না, তাই থাকছে ভিডিও চমকও।
তরুন জানালেন, ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি প্রতীক্ষিত এই গানটির ভিডিওতে মডেল হিসেবে থাকছেন মনোজ কুমার ও জাহানারা মিতু। আর এটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। ঢাকার অদূরে ধামরাইয়ে ভিডিওটির শুটিং হয়েছে টানা দুদিন। এতে কণ্ঠশিল্পী হিসেবে মুন্সী নিজেও হাজির ছিলেন। যার পুরোটাই দেখা যাবে আজ ১৯ মার্চ সন্ধ্যায় ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে।  
গানটি প্রসঙ্গে তরুন বলেন, ‘এই গানটির মাধ্যমে নতুন আমাকে চিনবেন শ্রোতারা। ভালোবাসা সকল শ্রোতার জন্য। যাদের জন্য আজও গান গাওয়ার সাহস করি। আশা করছি আমার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে। ধন্যবাদ ডিএমএস কর্তা ধ্রুবদাকে।’
মনোজ কুমার ও জাহানারা মিতুতরুন জানান, ‘বলিনি কিছুই’ গানটিতে তার সঙ্গে সহ-সংগীতায়োজনে ছিলেন তানবীর দাউদ রনি।
ইউটিউব ছাড়াও গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও ইয়োন্ডার মিউজিকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র