X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জয়ার ছবি ‘ক্রিসক্রস’, সঙ্গে বলিউডের প্রীতম

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৭:৩৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:৪৫

জয়া আহসান একই ছবি; যেখানে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, পশ্চিমবঙ্গের নির্মাতা বিরসা দাশগুপ্ত আর বলিউডের খ্যাতনামা সংগীত পরিচালক প্রীতম।
জয়া জানালেন, ছবিটির নাম ‌‘‌ক্রিসক্রস'। এতে তিনি ছাড়াও পশ্চিমবঙ্গের আরও চার নায়িকা থাকছেন। দৃশ্যধারণ শুরু হয়েছে ২০ মার্চ থেকে। ছবিটি প্রযোজনা করছে ভারতের শ্রী ভেঙ্কটেশ।
জানা গেছে, মূলত বৈষম্যমূলক আচরণের শিকার হওয়া কলকাতার পাঁচ মেয়ের জীবনের গল্প দেখানো হবে এতে। যার একজন তিনি। অন্যরা হলেন, নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনি সরকার।
প্রীতম জয়া কলকাতা থেকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমার আসলে এই ছবিটা করার কথা ছিলো না। হঠাৎ করেই বলতে পারেন যুক্ত হলাম। এখানে একই শহরের পাঁচ রকমের ৫ জন নারীকে দেখানো হচ্ছে। যাদের পাঁচ রকমের জীবন যাত্রা। আর আমার চরিত্রটি হচ্ছে খুবই সাকসেসফুল একজন নারীর চরিত্র।’
এদিকে বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন বলিউডের ব্যস্ততম সংগীত পরিচালক প্রীতম। ভারতের টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিরসা এ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জয়া আহসান জানান, ২০ মার্চ থেকে ‘ক্রিসক্রস’ এর শুটিং শুরু হলেও তিনি এতে অংশ নিচ্ছেন ২৭ মার্চ থেকে। কারণ, আজ থেকে (২১ মার্চ) তিনি ব্যস্ত আছেন ‘কণ্ঠ’ ছবির শুটিংয়ে। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের এই ছবিতে জয়াকে পাওয়া যাবে একজন কণ্ঠ থেরাপিস্টের চরিত্রে। এতে আরও অভিনয় করছেন পাওলি দাম।
অন্যদিকে, কলকাতার ‘কণ্ঠ’তে শুটিং শুরুর আগেই গেল সপ্তাহে জয়া আহসান শেষ করে গেছেন বাংলাদেশের ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদারের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন ফেরদৌস।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু