X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় মিডিয়ায় শাকিব-শাহরুখ পুত্র!

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৪:৫০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:০৫

দুই আব্রামকে নিয়ে শাকিব-শাহরুখ প্রায়ই চলে আসে ঢালিউড কিং শাকিব খান ও বলিউড কিং শাহরুখ খানের তুলনা।
নামে তো বটেই, উপাধিতেও তাদের মিল আছে। এমনকি তাদের সন্তানের নামও একই- আব্রাম খান।
মাত্রই কিছুদিন হলো শাকিব পুত্র আব্রাম খান জয় গিয়েছিলো কলকাতায় বাবার শুটিং সেটে! এরপরই কলকাতার দু’একজন নামী-দামি নায়িকা ও সহকর্মীদের মধ্যে রীতিমতো মচ্ছব পড়ে যায়। আব্রামকে কোলে তুলে তারা ছবি তুলেছেন, আদর করেছেন।
এবার ভারতীয় শক্তিশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই দুই খানপুত্রকে একই পাতায় তুলে ধরেছে। বাংলাদেশের আব্রাম খানকে স্বাগত জানিয়েছে ভারতীয় আব্রাম খানের দেশে। ‘মিট দ্য আদার আব্রাম খান’ শিরোনামের এই খবরটি প্রকাশ হয়েছে সম্প্রতি।

যেখানে বলা হয়, শাহরুখ খানের পুত্র আব্রামের সঙ্গে ভারতীয়দের পরিচয়-ভালোবাসা তো রয়েছেই। এবার আরও একজন আব্রাম খান আমাদের নজর কেড়েছে, যে কি না বাংলাদেশের সুপারস্টারের শাকিব খানের পুত্র। 
এদিকে এসব পারিবারিক পর্বের মধ্যেই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। কলকাতায় ‘ভাইজান এলো রে’-তে অংশ নেওয়ার পর দেশে ফিরে কাজ করেছেন ‘সুপার হিরো’ ছবিতে। ২৮ তারিখ নিজের জন্মদিনে বেশ জমকালোভাবে কেক কেটেছেন। সেদিনই এসেছে ইউটিউবে ‘শাকিব খান অফিশিয়াল’ নামের চ্যানেল।
মাঝে একদিন হাসপাতালেও ছিলেন। এরপর আজ (৩১ মার্চ) স্কটল্যান্ডে উড়াল দিয়েছেন।
শাকিব বলেন, ‘‘স্কটল্যান্ডে জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। টানা ১৫ দিন চলবে ছবির কাজ।’’
স্কটল্যান্ড থেকে ফিরে শাকিব অংশ নেবেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও আশিকুর রহমানের ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!