X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সম্মাননায় সেলিম আল দীন-সৈয়দ জামিল আহমেদ

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১১:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৩:৫৭

সেলিম আল দীন ও সৈয়দ জামিল আহমেদ। ছবি- সংগৃহীত আজ (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পদাতিক নাট্য সংসদের পাঁচ দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। বরাবরের মতো আয়োজনে থাকছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা।
এবার এই পদক দেওয়া হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীন (মরণোত্তর) ও অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদকে। বাংলাদেশে নাট্যশিল্প বিকাশ ও গ্রুপ থিয়েটার আন্দোলনে অবদান রাখায় এ সম্মাননা প্রদান করছেন তারা।

পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক মো. মমিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকাল ৫টায়। তবে এর আগে ৩টা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হবে।’
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব উদ্বোধন ও একই সঙ্গে স্মারক সম্মাননা প্রদান করা হবে। এটি করবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি আকতারুজ্জামান।
উৎসবে মোট ১০টি নাটক মঞ্চস্থ হবে। এগুলো হলো—সার্কাস সার্কাস (প্রাচ্যনাট), ইঙাল আধার পালা (মনিপুরি থিয়েটার), গুণজান বিবির পালা (পদাতিক নাট্য সংসদ), নিত্যপুরাণ (দেশ নাটক), ইবলিশ (আরণ্যক নাট্যদল), জয়তুন বিবির পালা (অন্বেষা থিয়েটার), ধলেশ্বরী অপেরা (আগন্তুক), উজানে মৃত্যু (পালাকার), তিন মোহনা (নাট্যজন) এবং স্বপ্নরমণীগণ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
এসব নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ হলে প্রদর্শিত হবে।

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা