X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আমেরিকা ও সুইডেনে ‌‘অন্তর জ্বালা'

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৬:৪২আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৩:৫৭

অন্তর জ্বালা’র একটি দৃশ্যে জায়েদ খান ও পরীমনি গত ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’। জায়েদ খান ও পরীমনি অভিনীত আলোচিত ছবিটি এবার দেখা যাবে যুক্তরাষ্ট্র ও সুইডেনে।
বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক নায়ক জায়েদ খান।

জায়েদ বাংলা ট্রিবিউনকে জানান, সুইডেনের স্টকহোমের ‘হালুমদা ফলকেট হাউজ’-এ পহেলা বৈশাখ উপলক্ষে প্রদর্শিত হবে ছবিটি। এর আয়োজক ‘আমরা কজনা’। একইভাবে আমেরিকাতেও এটি মুক্তি পাবে। এটি সমন্বয় করছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি আলমগীর আলম খান।

জায়েদ আরও জানান, পহেলা বৈশাখের দিন সেখানে পান্তা-ইলিশের আয়োজন থাকবে। প্রবাসী বাঙালিরা নানা আয়োজনে বর্ষবরণ করবেন। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘অন্তর জ্বালা’র প্রদর্শনী।

গত বছর এ ছবির জন্য আলোচনায় ছিলেন নায়ক জায়েদ ও নায়িকা পরীমনি। তাদের অভিনীত অন্যতম প্রশংসিত ছবি এটি। জায়েদ খান ও পরীমনি ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, অমিত হাসান, মাহমুদুল ইসলাম মিঠু, রেহানা জলি, সাঙ্কো পাঞ্জা, চিকন আলী প্রমুখ। জায়েদ খান ও পরীমনি

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র