X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নিজ জন্মদিনে অনন্তর অনন্য উদাহরণ

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৩:২৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৫:০৪

মক্কায় স্ত্রী বর্ষা ও সন্তানের নিয়ে অন্তত। ডানে মৃত রাজীব ১৭ এপ্রিল দেশের অন্যতম আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের জন্মদিন। বর্তমানে ধর্মীয় কাজে বেশ সক্রিয় থাকা এ তারকা জন্মদিনটি কাটানোর জন্য বেছে নিয়েছেন পবিত্র শহর মক্কা।
সপরিবারে সেখানে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই ফেসবুকের মাধ্যমে তিনি জানান, বাসচাপায় হাত হারানো পর মারা যাওয়া যুবক রাজীবের পরিবারের দায়িত্ব নিতে চান তিনি। তার অসহায় দুই ছোট ভাইয়ের লেখাপড়ার ভার নিজ কাঁধে তুলে নিতে চান বলে জানান এই তারকা।

মঙ্গলবার রাতে অনন্ত জলিল জানিয়েছেন, কিছুদিন আগে বাস দুর্ঘটনায় রাজীব নামে এক মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়েছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে। বাবা-মাহারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু রাজীবের অকাল বিদায়ে তার দুই ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে, পরিবারহারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। গত ৬ এপ্রিল রাজীবের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান শাহীন জানিয়েছিলেন, রাজীব এখনও আশঙ্কামুক্ত নয়। মাথার সামনের অংশ আঘাতপ্রাপ্ত। মাথার হাড়ে ফাটল আছে। এরপর গত ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

এদিক অন্তত জলিলের এমন জনহিতকর কাজ এটাই প্রথম নয়। এর আগে পরিচালক এফ আই মানিকের স্ত্রীর চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছিলেন ‘অসম্ভবকে সম্ভব করা’ এ নায়ক। এছাড়া নিজে এতিমখানা পরিচালনাসহ জাতীয় দুর্যোগে অনন্ত দেশের মানুষের পাশে থেকেছেন।  

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু