X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্থিরচিত্রের জুটি মিম-সুজন

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৫ মে ২০১৮, ১৫:৫৩

এফডিসিতে ফটোশুটে খালেদ সুজন ও মিমবিদ্যা সিনহা মিম আজকাল নাটক-মডেলিং থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। কারণ, ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্রে। দেশ-বিদেশ ঘুরছেন বিভিন্ন সিনেমার শুটিংয়ে। অন্যদিকে ফ্যাশন মডেলিংয়ে বাংলাদেশের মঞ্চে ভালোই ব্যস্ততা খালেদ সুজনের। তবে নাটক-সিনেমায় তিনি অনিয়মিত।
দুই ধারার ব্যস্ত এই দুজন তারকা এবার জুটি বাঁধলেন। তাও আবার স্থিরচিত্রে! ফ্যাশন হাউজ আর্টরেস তাদেরকে এক করলেন সম্প্রতি। আসছে ঈদ উৎসবে দেখা যাবে এ দু’জনের স্থিরচিত্র চমক। প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ কালেকশন নিয়ে সম্প্রতি এফডিসির ৪ নম্বর ফ্লোরে ফটোশুটে অংশ নেন তারা।
তাদের সঙ্গে এই আয়োজনে আরও ছিলেন চিত্রনায়িকা রাহা তানহা খান, রাজ ম্যানিয়ার, মুম্বাইয়ের ফ্যাশন মডেল ভিনিত চৌধুরী ও দিল্লীর শায়না সিং।
স্থিরচিত্রের এই বিশেষ কাজটি করেছেন দেশের অন্যতম ছবিয়াল রফিকুল ইসলাম র‍্যাফ।
এই ফটোশুট সম্পর্কে মিম বলেন, ‘চলচ্চিত্রের ব্যস্ততার জন্য আগের মতো করে মডেলিং বা টিভি নাটকে কাজ করতে পারি না। আর্টরেস’র কালেকশানগুলো বেশ চমৎকার। তরুণ প্রজন্মের ভালো লাগবে এমন সব কালেকশন। নিজে পছন্দ করেছি বলেই কাজটি করলাম। এখানে খালেদ সুজনসহ ভারতের মডেলরাও রয়েছেন। ভালো লাগলো কাজটি করে।’
এদিকে আর্টরেস’র ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী জানালেন, রাজধানীর গুলশানের পাশাপাশি খুব শিগগিরই নতুন একাধিক শো-রুম নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানটি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু