X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চম্পা ও শম্পা রেজার ‘পদ্মাপুরাণ’

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৩:৫৯আপডেট : ১৯ মে ২০১৮, ১৫:২৯

একটি দৃশ্যে চম্পা ও শম্পা রেজা পদ্মা নদীর বিবর্তন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করছেন চম্পা ও শম্পা রেজা। বলা যায়, লম্বা বিরতির পর এই দুজনকে আবার দেখা যাবে রূপালি পর্দায়।
সম্প্রতি রাজশাহীর পদ্মার তীরে এ চলচ্চিত্রের প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। রায়হান শশীর চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
এতে শম্পা রেজা অভিনয় করছেন শিখন্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভূমিকায়।
শম্পা রেজা বলেন, ‌‘দারুণ একটি গবেষণামূলক কাজ হচ্ছে। এ চলচ্চিত্রে আমি একজন তৃতীয় লিঙ্গের প্রধানের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম গুরু মা।’
একটি দৃশ্যে সহশিল্পীদের সঙ্গে শম্পা রেজা (মাঝে) নির্মাতা রাশিদ পলাশ জানান, কালের বিবর্তনে প্রমত্তা পদ্মা তার আগের রূপ হারিয়েছে। সঙ্গে সঙ্গে বদলেছে দুই তীরে বসবাস করা মানুষের জীবন। সেই জীবনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘পদ্মাপুরাণ’।
এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সাদিয়া মাহি, কায়েস চৌধুরী, শিমুল খানসহ অনেকে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!