X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাকে নিয়ে নুহাশ হ‌ুমায়ূনের বিজ্ঞাপন, আসছে চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৫:২১আপডেট : ২০ মে ২০১৮, ১৩:৩১

  নুহাশ হুমায়ূন। ছবি- সংগৃহীত

নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এর আগে নির্মাণ করেছেন নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হ‌ুমায়ূন। এবার নির্মাণ করলেন বিজ্ঞাপনচিত্র। মা দিবসে নিয়ে এটি তৈরি করেন তিনি।

ইতোমধ্যে প্রচার হয়েছে সেটা। তবে বড় সংবাদ হলো, চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ করছেন এই তরুণ নির্মাতা। চ্যানেল আইয়ের উদ্যোগে ১১ জন নির্মাতাকে নিয়ে এটি তৈরি হচ্ছে। তার মধ্যে আছেন নুহাশও। ছবির নাম ‘ইতি তোমারই ঢাকা’

তিনি জানান, আলাদা আলাদা গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। তার অংশের কাজ মাত্রই শেষ হয়েছে। পুরো ছবিটির তত্ত্বাবধান করছেন নির্মাতা আবু শাহেদ ইমন।
ইমন বললেন, ‘পুরোদমে চলছে সিনেমার শুটিং। ১১ জন নির্মাতার মধ্যে ৫ জন তাদের শুটিং ইতিমধ্যে শেষ করেছেন। দ্রুতই বাকি কাজগুলো শেষ হবে।’
নুহাশ ছাড়াও এতে আরও পরিচালনা করছেন তানিম নূর, সায়েদ আহমেদ, গোলাম কিবরিয়া ফারুকীসহ বেশ কয়েকজনসহ ১১ জন।

এদিকে নুহাশ তার বিজ্ঞাপন নির্মাণ নিয়ে বলেন, ‘বেশ কিছু দিন আগে আমি প্রথম ক্যামেরার সামনে এসেছিলাম। সেটা ছিল গ্রামীণফোনের বিজ্ঞাপন। এবার একই প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন নির্মাণ করলাম। মা দিবস নিয়ে একটা কাজ। তাই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে।’
বিজ্ঞাপনের লিংক:



/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র