X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইনক্রেডিবলস টু: ৭ দিনেই দেড় গুণ আয়

বিনোদন ডেস্ক
২৫ জুন ২০১৮, ০০:০২আপডেট : ২৫ জুন ২০১৮, ০০:০২

ইনক্রেডিবলস টু ১৫ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে পিক্সার স্টুডিও’র জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘ইনক্রেডিবলস ২’। আইএমডিবির তথ্য অনুযায়ী ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি!
২০০৪ সালে পিক্সারের নির্মিত ‘দ্য ইনক্রেডিবলস’-এর সিক্যুয়াল হিসেবে মুক্তি পাওয়া এ সিনেমাটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বক্সঅফিসের রেকর্ড ভেঙ্গে দিচ্ছে।
অন্যদিকে, ২২ জুন ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মাত্র দুইদিনেই আয় করেছে ৪ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, শুধু ভারতেই চলতি সপ্তাহে এ সিনেমাটির আয় হবে ১৩-১৫ কোটি রুপি!

পিক্সার স্টুডিওর এখন পর্যন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে ছবিটি। ‘দ্য ইনক্রেডিবলস’-এর ব্যবসায়িক সাফল্য তেমন না হলেও এর সিক্যুয়ালের এমন আয়ে খুশি পিক্সার কর্তৃপক্ষ। এর আগে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির নির্মিত ‘ফাইন্ডিং ডোরে’ সিনেমাটি আয় করেছিল ১০৩ কোটি ডলার। সেটি ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’ -এর দ্বিতীয় কিস্তি। তবে ‘ইনক্রেডিবলস ২’-এর প্রথম সপ্তাহের আয় ‘ফাইন্ডিং ডোরে’র চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি।

এদিকে ইউনিভার্সাল কিংবা টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স স্টুডিও নির্মিত অ্যানিমেশন সিনেমাগুলোর আয়ের দিক দিয়ে গত কয়েক বছরে বেশ পিছিয়ে গেছে পিক্সার। তাই নতুন ছবিটি তাদের জন্য বিশেষ কিছু। এরই মাঝে আয়ের দিক দিয়ে সর্বকালের সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডোমেস্টিক ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইনক্রেডিবলস ২’।

ছবিটির এমন সাফল্যে এবার পিক্সারের চোখ এবার ১৯৯৫ সালে মুক্তি পাওয়া আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি’ এর চতুর্থ পর্ব ‘টয় স্টোরি ৪’ নিয়ে। সব ঠিক থাকলে ২০১৯ সালের ২১ জুন মুক্তি পাবে ছোটদের এ চলচ্চিত্রটি।

/এমএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি