X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সেলিম-রোজী দম্পতির ‘পার্টনারশিপ’

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১৪:৩৭আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৪:৫৮

নাটকের দৃশ্যে সেলিম-রোজী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দম্পতি একসঙ্গে অনেক নাটকে কাজ করলেও সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায় না। ৫ জুলাই থেকে দুজনকে আবার পাওয়া যাবে একই নাটকে, স্বামী-স্ত্রীর চরিত্রে।
এই তারকা দম্পতিকে নিয়ে নির্মিত হলো ৫২ পর্বের ধারাবাহিক ‘পার্টনারশিপ’। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন। ৫ জুলাই থেকে নাটকটি প্রতি বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।
এতে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী ছাড়াও অভিনয় করেছেন কচি খন্দকার, ইকবাল হোসেন, সিয়াম নাসির, সৈয়দ জামান শাওন,আফনান হোসেন, এ কে আজাদ আদর, শাহলা খানম নাদিয়া, অন্বেষা, আশরাফুল আশীষ, স্বর্ণা, অনামিকা ইমি প্রমুখ।
ধারাবাহিকটির নির্মাতা শেখ নাজমুল হুদা ইমন জানান, ৫২ পর্বের এই ধারাবাহিকের একটি বিশেষত্ব হচ্ছে, প্রতি ৪/৫ পর্ব পরপর গল্প বদলে যাবে। চারপাশের চেনা কিছু সমস্যা, যেগুলোর কোনও সমাধান আমরা করি না এবং যার কারণে সমস্যাগুলো প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে যায়। সেরকম কিছু সমস্যা ও তা সমাধানের নাটকীয় কিছু বিষয় নিয়ে গল্পটি এগুবে। গল্পে বিভিন্ন  সমস্যার আবির্ভাব হতে থাকবে। তখনই শহীদুজ্জামান সেলিম তার ছেলে আফনান হোসেনকে নিয়ে সমস্যাগুলোর সমাধান করে দেবেন। এটাই মূলত এই নাটকের বিষয়বস্তু।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র