X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার যৌথ প্রযোজনায় মঞ্চনাটক

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ০০:০৩আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:৪৮

 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অফিসে কলকাতার জার্নি থিয়েটারের সদস্য ও অন্যরা। ছবি- সংগৃহীত

দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে মঞ্চনাটক।

বাংলাদেশের মেঠো থিয়েটার ও ভারতের কলকাতার জার্নি থিয়েটার যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে নাটক ‘পানিবালা’। এর চিত্রনাট্য লিখেছেন বদরুজ্জামান আলমগীর। খুব শিগগিরই নাটকটি মঞ্চে আসবে বলে সংবাদ সংস্থা বাসসকে জানান মেঠো থিয়েটারের প্রধান শামীম আক্তার মুক্তা।
জানা যায়, দুই দেশেই নাটকটির মঞ্চস্থ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শামীম আক্তার জানান, নাটকের গল্পটি বর্তমান সময়ের ঘটনাবলি নিয়ে। সমাজে ঘটে যাওয়া নানা বিষয়কে তুলে ধরা হয়েছে এতে।
তিনি বলেন, ‘নাটকটি দর্শকদের মধ্যে নানা ভাবনা ও চিন্তার বিষয় উপস্থাপন করবে। আমরা সমাজকে বাসযোগ্য ও সুন্দর করার স্বপ্নে বিভোর। কী সেই স্বপ্ন? কী সেই পথ? প্রত্যাশিত নানা বিষয় এতে তুলে ধরা হয়েছে।’
এদিকে নাটকটির জন্য দুই দলই আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর করেছে। চলছে এর মহড়া। কিছু দিন আগেই ঢাকায় এসেছেন কলকাতা জার্নি থিয়েটারের মুকুন্দ চক্রবর্তী, কলকাতার লেখক-সাংবাদিক অভিক ভট্টাচার্য ও অভিনেতা জীবন চৌধুরী। তারা নাটকটির মহড়ায় অংশ নিচ্ছেন।
মুকুন্দ চক্রবর্তী আজ বাসসকে জানান, দুই বাংলার মধ্যে যৌথ প্রযোজনায় সফলতা এসেছে চলচ্চিত্রে। নাটক হয়নি যৌথভাবে। সেই চিন্তা থেকেই যৌথ প্রযোজনায় নাটকের প্রয়াস তাদের।
দুই দেশের মধ্যে যৌথ প্রযোজনায় নাটক করার বিষয়টাকে অভিনন্দন জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। এমন উদ্যোগ প্রতিবেশী দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে বলে মনে করেন তিনি।

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র