X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২৭ জুলাই ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ১৫:১৯আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:০৫

কনসার্টে অংশ নেবেন এই সংগীতশিল্পীরা এখন আর উন্মুক্ত আকাশের নিচে তেমন কনসার্ট হয় না। বর্ষা মৌসুমে তো এটা প্রায় শূন্যের কোঠায় নামে। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে কনসার্ট ঢুকে পড়েছে চার দেয়ালে আটকানো অডিটরিয়ামগুলোতে।
তবে, এই বর্ষায় রাজধানীর মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ওপেন এয়ার কনসার্ট। আইআরবি ইভেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কনসার্টের নাম ‘গর্বিত বাংলাদেশি’, যা অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, নগরবাউল (জেমস) এবং আর্টসেল। আর একক শিল্পী হিসেবে গাইবেন মেহরীন।   
২৭ জুলাই দুপুর ৩টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টে গান পরিবেশন ছাড়াও বর্তমান সরকারের সফলতা নিয়ে দেখানো হবে তথ্যচিত্র।
এই কনসার্ট উপভোগের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
অনলাইনে টিকিট কেনা যাবে ticketchai.com থেকে। এছাড়াও টিকিট সংগ্রহ করা যাবে টেস্টি ট্রিটের সব আউটলেট ছাড়াও আইআরবি ইভেন্ট লিমিটেডের ফেসবুক পেজ থেকে।
আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মইন আল হেলাল সুফল বলেন, ‘নগরবাসীকে বিনোদন দিতে কাজ করে যাচ্ছি আমরা। এর আগে সফলতার সঙ্গে ‘রক অন ঢাকা’ কনসার্টটি আয়োজন করেছিলাম। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করছি ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট। আশা করছি সবার ভালো লাগবে।’

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা