X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যে কারণে প্রিয়াঙ্কার জুতায় পা রাখলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ০০:০৬আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৮:২৯

প্রিয়াঙ্কা চোপড়া কোনও নায়িকার ছেড়ে দেওয়া ছবি হাতে নেওয়ার বেলায় অন্য অনেকে নাক সিটকায়। কিন্তু বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আলাদা। কাকে নেওয়া হয়েছিল নাকি হয়নি তা নিয়ে মোটেও মাথা ঘামান না তিনি।
সবসময়ই চিত্রনাট্যের ভিত্তিতে ছবি বাছাই করেন ক্যাট। এজন্যই আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ছেড়ে দেওয়া ‘ভারত’-এর মূল নায়িকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কার জুতায় পা রাখা নিয়ে ক্যাটরিনা কি উদ্বিগ্ন ছিলেন? ৩৫ বছর বয়সী এই তারকা অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছেন না। তার কথায়, “সবসময় চিত্রনাট্য ও আমার চরিত্রগুলোর ভিত্তিতে ছবি নির্বাচন করি। ‘ভারত’-এ যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তা দারুণ লেগেছে আমার। তাই ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।”
এর মাধ্যমে সুপারস্টার সালমান খানের বিপরীতে আরও একবার দেখা যাবে ক্যাটকে। গত বছরের ডিসেম্বরে আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সবশেষ জুটি বাঁধেন তারা। ‘ভারত’-এ আবারও হাত মিলিয়েছে এই ত্রয়ী। ছবিটিতে পাঁচটি ভিন্ন অবয়বে পর্দায় আসবেন সালমান খান। এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।
ক্যাটরিনা কাইফ ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ক্যাটরিনা বলেছেন, “আলি আব্বাস জাফর আমার খুব কাছের বন্ধু। তার পরিচালনায় ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতেও কাজ করেছি। ওই ছবিও ব্যবসাসফল হয়েছে। এরচেয়েও বড় কথা, তার সঙ্গে কাজের অভিজ্ঞতাগুলো সত্যিকার অর্থেই উপভোগ করেছি।”
‘বিশেষ কারণে’ প্রিয়াঙ্কার ‘ভারত’ ছেড়ে দেওয়ার খবর পরিচালক আলি আব্বাস জাফর প্রথম টুইটারে জানান। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করে, গত ১৮ জুলাই লন্ডনে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার বাগদান হয়েছে। সে কারণেই ছবিটি থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা। তবে এ নিয়ে এখনও তারা মুখ খোলেননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র