X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তাহসানের মোটরসাইকেলে তিশা

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:৪০

একটি দৃশ্যে তিশা ও তাহসান তিশার বাবা ব্যবসায় বড় ধরনের লস করেন। এরপর স্ট্রোক করে প্যারালাইজড। তাদের সংসারে শুরু হয় অর্থনৈতিক টানাপড়েন।
একটা সময় তিশাকে বিয়ে দেওয়ার চিন্তা করেন তার বাবা-মা। তারা মনে করেন এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, যে তাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে। বিয়ে ঠিক হয় বাবার বন্ধুর ছেলে ফারহানের সঙ্গে। পরিবারের কথা ভেবে সম্মত হন তিশা।
বিয়ের আগে বাইরে দেখা করেন হবু স্বামী-স্ত্রী। কিন্তু ফারহানের কিছু আচরণ ও ভাবনা মেনে নিতে কষ্ট হয় তিশার। চলতি পথে একই দিন দেখা হয় কুরিয়ার সার্ভিসে চাকরি করা সাদামাটা তাহসানের সঙ্গে। বদলে যেতে থাকে তিশার বিয়ের সিদ্ধান্ত। অবশেষে অনেক নাটকীয়তা শেষে একদিন সব ভুলে তাহসানের কুরিয়ার-বাইকে চেপে বসেন তিশা, নতুন গন্তব্যের স্বপ্ন নিয়ে।
এমন রোমান্টিক গল্পে সাজানো বিশেষ নাটকটির নাম ‘একটু হাসো’। আসছে ঈদের জন্য সদ্য নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। টম ক্রিয়েশনস প্রযোজিত বিশেষ এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
নির্মাতা বান্নাহ্ জানান, নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৫৫ মিনিট থেকে বাংলাভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু