X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১৬৭ প্রেক্ষাগৃহে শাকিব, ববি মাত্র এক!

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৮, ২১:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১১:১৭

শাকিব খান ও ববি ঈদুল আজহায় ৬টি সিনেমা মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ৪টি। তাও আবার সেই তালিকায় থাকা ববি অভিনীত আলোচিত ছবি ‘বেপরোয়া’ মুক্তি পাচ্ছে মাত্র একটি প্রেক্ষাগৃহে!

এমন ঘটনা ঢাকাই ফিল্ম ইতিহাসের কোনও ঈদে আর ঘটেনি।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ববির সঙ্গে আছেন নতুন নায়ক রোশান। ঈদের অন্য তিনটি ছবির মধ্যে রয়েছে ‘ক্যাপ্টেন খান’, ‘মনে রেখো’ ও ‘জান্নাত’।
এরমধ্যে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পাচ্ছে সর্বাধিক ১৬৭টি প্রেক্ষাগৃহে। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বিষয়টি নিশ্চিত করেন।
আরেক ছবি মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্তের ‘মনে রেখো’। ছবিটি পেয়েছে ৭০টি হল। ঈদের আরেক ছবি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। সাইমন-মাহির এই ছবিটি পেয়েছে ২৩টি হল।
এদিকে ‘বেপরোয়া’র প্রযোজক আবদুল আজিজ বললেন, ‘ঢাকার বাইরের একটি হলে চলবে ছবিটি। হলের নাম এ মুহূর্তে মনে নেই। তবে ঈদের সপ্তাহ দুয়েক পর থেকে সারাদেশে চলবে।’
এদিকে ঈদের এই চার ছবি ছাড়াও সারা দেশের প্রেক্ষাগৃহে চলবে আরও কয়েকটি পুরনো ছবি। এরমধ্যে রয়েছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’ ৯টি প্রেক্ষাগৃহে এবং ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ চলবে ১১টিতে।

এছাড়া সিয়াম-পূজার ‘পোড়ামন ২’ চলবে ৭টিতে এবং ওম-মিমের ‘পাষাণ’ চলবে ৩টি সিনেমা হলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা