X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় যাচ্ছে ‘আলতা বানু’

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

ছবির তিন চরিত্র- মিলন, মম ও রিক্তা

কানাডা ও ভারতের পর মিলন-মমর চলচ্চিত্র ‘আলতা বানু’ যাচ্ছে উত্তর কোরিয়া।
আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বসতে চলেছে ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’। আর এখানেই ২৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’।
বিষয়টি নিশ্চিত করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

প্রতিষ্ঠানটি জানায়, এশিয়া মহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসবে এটি তাদের তৃতীয় ছবি। এর আগে ছবিটি কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসব ও কলকাতার নন্দনে আয়োজিত ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়। সেখানে বেশ প্রশংসিত হয় এটি।
দুই বোনের বন্ধন ও কষ্টের উপাখ্যান ‘আলতা বানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস।
ছবিতে আলতা চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম এবং বানু চরিত্রে ফারজানা রিক্তা। আরও আছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।

এটি গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিলো।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু