X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাসাতেই মারপিটের অনুশীলন করছেন অনন্ত জলিল!

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫

মারপিটের অনুশীলনে অনন্ত (বামে), বর্ষা ও অনন্ত জলিল (ডানে) নায়ক-প্রযোজক অনন্ত জলিল যা করেন তা যেমন মনযোগ দিয়েই করেন, তেমনি হয় আলোচিত। এর নজির তিনি বারবারই রেখেছেন। এবার তার নতুন ছবিতেও তা দেখা যাচ্ছে।
দেশের চলচ্চিত্রের তুমুল আলোচিত অনন্ত জলিল মাস তিনেক হলো নতুন ছবির ঘোষণা দিয়েছেন।
নাম ‘দীন, দ্য ডে’। এর লোকেশন দেখাসহ ইরানের সহপ্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা শেষ করেছেন। চিত্রনাট্য, নায়িকাসহ অন্য সবকিছুই চূড়ান্ত। এবার তিনি ব্যস্ত নিজের প্রস্তুতি নিয়ে।
আর এ কারণে তার বাসায় অবস্থিত ব্যক্তিগত জিমে এখন চলছে মারপিট।
হ্যাঁ, ছবিটির জন্য নিজের বাসাতেই নিয়মিত মারপিটের অনুশীলন চালাচ্ছেন এ নায়ক।
এ বিষয়ে দুটি ভিডিও প্রকাশ করেছেন অনন্ত।
যেখানে দেখা যায়, ট্রেনারের সহযোগিতা নিয়ে অনুশীলন করছেন তিনি। শোনা যাচ্ছে, এটা বেশ বড় বাজেটের চলচ্চিত্র হতে যাচ্ছে। আর এ কারণেই ইরানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করবেন তিনি।
ছবিটি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘চলচ্চিত্রটি যেহেতু যৌথ প্রযোজনায় নির্মিত হবে, সেহেতু সব নিয়ম অনুসরণ করে এটি তৈরি হবে। এর অধিকাংশ অংশ ইরানে শুটিং হবে তাই সেখানের সব খরচ এবং ইরানি শিল্পীদের খরচ সেই দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশের অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন। তবে চলচ্চিত্রটির চূড়ান্ত বাজেট এখনও নির্ধারণ করা হয়নি। তাই এখনই বাজেট নিয়ে কথা না বলাই ভালো। আমিসহ আমার ইউনিট এখন শুটিং প্রস্তুতিতে আছি।’
জানা যায়, ইরানের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছেন অনন্ত।
‘দ্বীন- দ্য ডে’-তে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। মূলত অ্যাকশন ধাঁচের গল্পের ছবিটি নির্মাণ করবেন তুর্কি, ইরান ও চেন্নাইয়ের একজন মুসলিম পরিচালক। এ জন্য চেন্নাইয়ের সহায়তাও নেওয়া হচ্ছে। নভেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হবে।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র