X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এক গানেই নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত!

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৬

গানের দৃশ্যে কণা, বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী বাংলা গান ও সাহিত্যের দুই দিকপাল এবার এলেন একসঙ্গে, একই গানে! মূলত নজরুল ও রবীন্দ্রসংগীতের দুটি গানের মিশেলে তৈরি হয়েছে এ নতুন সৃষ্টি।

গান দুটি হলো- আমরা চঞ্চল ও মোরা ঝঞ্জার মতো।

দুটি মিলিয়ে তৈরি এই বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য ও জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। তারা হলেন সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, কণা, শুভ ও ঐশী। র‌্যাপ অংশে আছেন তৌফিক আহমেদ।
আর পুরো বিষয়টি সমন্বয় করেছেন গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন।
বাপ্পা মজুমদারের সংগীতায়োজেন এটি নির্মিত হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের থিম সং হিসাবে। গানটি ভিডিও নির্মিত হলো প্রেক্ষাগৃহের ব্যানারে। এতে শিল্পীরা অংশ নিয়েছেন।
গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বললেন, ‘আমার জন্য সত্যিই এটি আপ্লুত হওয়ার বিষয়। বেশ কিছুদিন আগে গানটি রেকর্ড করি। এতে রবীন্দ্রনাথের গানের মাঝখানে আনা হয়েছে নজরুলকে। বেশ মজার অভিজ্ঞতা হলো। এমনটা আগে আর হয়েছে কি না, জানা নেই।’
জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিশেষ প্রচারণা ও প্রাপ্তি উপলক্ষে এটি নির্মিত হয়েছে। গানটির ভিডিও দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে। এছাড়া এটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও অবমুক্ত হয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...