X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সালমান শাহের জন্মদিনে ইমরান-তুষির উপহার

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৭

ভিডিওর একটি দৃশ্যে সালমানের বেশে ইমরান, সঙ্গে নাজিফা তুষি ছোটবেলা থেকেই নায়ক সালমান শাহর ভক্ত সংগীতশিল্পী ইমরান। স্টেজে, টিভি লাইভে এমনকি চলচ্চিত্রের জন্যও সালমান অভিনীত ছবির গান গেয়েছেন তিনি।
১৯ সেপ্টেম্বর এই অকাল প্রয়াত নায়কের জন্মদিন। দিনটিকে স্মরণ করে সালমান শাহ ও শিল্পী অভিনীত ‘প্রিয়জন’ ছবির ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি কণ্ঠে তুলেছেন ইমরান। নতুন করে গানটির সংগীতায়োজনও করেছেন তিনি। ইতোমধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে।
সালমানের জন্মদিনের আগের রাতে ‘অনুপম মুভি সং’ নামের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ‘আইসক্রিম’ ছবির নায়িকা নাজিফা তুষি। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গীতিকার মনিরুজ্জামান মনির ও সুরকার আলম খান।
ইমরান বলেন, ‘সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক। আমার অনেক পছন্দ তাঁকে। আর ছোটবেলা থেকে যার গান শুনে প্লেব্যাক শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছি তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর দাদা। গানটির আরেক শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং সুরকার আলম খান চাচারও অনেক বড় ভক্ত আমি। সব ভালোলাগাকে এক করেতে চেয়েছি এই ট্রিবিউটের মাধ্যমে। গানটির মূল সুরটি ঠিক রেখে সংগীতায়োজন করার চেষ্টা করেছি।’
এ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‌‘ইমরানের সঙ্গে প্রথম কাজ করে অনেক ভালো লাগছে। যে গানটি করেছি এটি আমার অনেক পছন্দের; ছোটবেলায় বারবার শুনতাম এটি। কারণটা ছিল সালমান শাহ।’
আরেকটি দৃশ্যে ইমরান ও নাজিফা গানটির ভিডিও ফিল্মিক আবহে তৈরি হয়েছে বলে জানা গেছে।
গানটি গাওয়ার পরিকল্পনা প্রসঙ্গে ইমরান বলেন, ‘২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন ভাই এমন কয়েকটি গানের পরিকল্পনা করেন। ব্যস্ততার কারণে এতদিন করা হয়নি। সম্প্রতি এই গানটি আমি নির্বাচন করেছি। অডিওতে এটিই হবে আমার কভার করা প্রথম কোনও গান। আশা করি সবাই গানটি ভালোভাবে গ্রহণ করবেন।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...