X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অসম প্রেমের গল্প

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭

বন্যা ও শ্যামল একুশে পদক জয়ী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছোটগল্প ‘রঙিন কাঁচের জানালা’ অবলম্বনে স্বনামে নির্মিত হয়েছে টেলিছবি।

আনন্দ কুটুমের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মইনুল হাসান হিরা। এখানে মুখ্য দুটি চরিত্রে দেখা যাবে বন্যা মির্জা ও শ্যামল মাওলাকে। আরও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা।

গল্পে উঠে আসবে অসম প্রেম ও নারীর সংগ্রামের কথা।
এটি এমন, বিখ্যাত এক গায়িকা প্রেমে জড়িয়ে যান বয়সে পাঁচ বছরের ছোট এক তরুণের সঙ্গে। এরপর তাদের বিয়ে হয়। কিন্তু গায়িকার তরুণী মেয়ে পছন্দ করত সেই তরুণকে। বিষয়টি নিয়ে চলে আসে টানাপড়েন।

অভিনেত্রী বন্যা মির্জা বলেন, ‘সমাজে টিকে থাকার জন্য সিঙ্গেল মাদারের যে সংগ্রাম আছে তা টেলিছবিতে দেখা যাবে। পরিশেষে এটি প্রেমেরও গল্প।’

নির্মাতা মইনুল হাসান হিরা জানান, চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
এতে আরও অভিনয় করেছন তাসনিয়া ফারিন ও পাভেল ইসলাম। গড়াই ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ টেলিছবিটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা