X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাদের উপহার

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫

রেকর্ডিংয়ে গানটির শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীতায়োজক

কিশোর, পুলক, পুতুল ও লিজা। চারজনই সংগীতের মূল ধারায় এসেছেন একটি রিয়েলিটি শো’র মাধ্যমে। গানের প্রায় সব বিভাগেই রয়েছে তাদের সরব উপস্থিতি।

চলতি প্রজন্মের এই চার শিল্পী গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান। তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/ লাল সবুজের পতাকা দোলে/ তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/ হৃদয়ে বাংলাদেশ কথা বলে- এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

১৭ সেপ্টেম্বর রাতে বিশেষ এই গানটির রেকর্ডিং হয় মগবাজারের রেকর্ডিং স্টুডিও ডি-স্টেশনে।
নতুন প্রজন্মের জনপ্রিয় এ চার শিল্পীই পৃথকভাবে তাদের মন্তব্যে জানান, তারা গানটিতে কণ্ঠ দিতে পেরে খুবই খুশি। তারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য টনিক। তাঁকে নিয়ে গাইতে পেরে আমরা তৃপ্ত।’
এদিকে গীতিকবি সুজন হাজং বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাদুকরি নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটি করার মাধ্যমে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পক্ষ থেকে এটা তাঁর জন্মদিনের উপহার।’
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ ইউটিউবে প্রকাশ হবে বলে জানা গেছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র