X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাংলাবিদ উৎসবে গাইবেন রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৩:৪৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৭:০৯

রুনা লায়লা

শুদ্ধ উচ্চারণ, বানান চর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে শুরু করে বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘বাংলাবিদ’।
এর ধারাবাহিকতায় ৬ জন প্রতিযোগীকে নিয়ে চলছে চলতি বছরের আসর। এবারে আয়োজনটি চূড়ান্ত পর্বটি হবে আগামী ৫ অক্টোবর। আর এ ভাষা উৎসবে গাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেলটি জানায়, এবারের আয়োজনে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়া নিয়মিত বিচারক হিসেবে থাকছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।
গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত প্রতিযোগীরা হলেন কারিন আশরাফ (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া অফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মণ্ডল (বরিশাল) ও দেবস্মিতা সাহা (চট্টগ্রাম)।
আয়োজনে সেরাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। সেরা বাংলাবিদকে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ২ লাখ টাকার পুরস্কার পাবেন। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরও পাবেন ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি ও ল্যাপটপ।
প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন খায়রুল বাশার। পরিচালনায় আছেন তাহের শিপন।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু