X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৮, ১৫:২১আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৯:২৭

পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম জনহিতকর কাজে প্রায়ই দেখা যায় চিত্রনায়িকা পরীমনিকে। বিএফডিসির ‍জুনিয়র আর্টিস্টদের জন্য তিনি নিয়মিতই কোরবানি দিয়ে আসছেন। এছাড়াও শিশুদের প্রতি তার রয়েছে বাড়তি আগ্রহ।
তা আবারও দেখা গেল রাজধানীর মিরপুরে অবস্থিত ‘ময়ূরপঙ্ক্ষী’ নামের একটি সংগঠনের গড়া স্কুলে।
পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম এই স্কুলে পড়াশোনা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের সঙ্গে আজকের (৬ অক্টোবর) সকালটা কাটিয়েছেন এই নায়িকা।
বেলা ১১টার দিকে গিয়েছিলেন এই বিশেষ স্কুলে। সেখানে বাচ্চাদের সঙ্গে খুনসুটি, গান, কবিতায় পার করেছেন পুরো তিন ঘণ্টা।
পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম পরী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অসাধারণ কিছু মুহূর্ত পার করলাম। এ সংগঠনটি যারা পরিচালনা করেছেন, তারাও শিক্ষার্থী। তারাই প্রথমে আমাকে জানান, এই দরিদ্র শিশুদের কথা। বলেন, আমি গিয়ে কিছুটা সময় কাটালে তারা অনেক উৎসাহ পাবে। এজন্যই সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে রিচার্জ করে নিলাম। সত্যিই অসাধারণ একটি উদ্যোগ। এই বাচ্চাগুলোর পাশে হাসি-আনন্দে আমি থাকতে চাই।’
পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম পরীমনি জানালেন, স্কুলের লাইব্রেরির জন্য তিনি রবীন্দ্রসমগ্র উপহার দিয়েছেন। অন্যদিকে স্কুলের বাচ্চারা পরীমনিকে শোনান গান, কবিতা ও গজল। পরীও বাচ্চাদের কোলে তুলে নিয়ে গল্প শোনান, মেতে ওঠেন দুষ্টুমিতে। পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম পরীর কোলে দুস্থ শিশুরা: ফটো অ্যালবাম স্কুলের তিন উদ্যোক্তার সঙ্গে পরী

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!