X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অবশেষে নাম চূড়ান্ত

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৮:২০আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২১:১০

মহরত অনুষ্ঠানে শাকিব-বুবলী

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নাম নিয়ে শুটিংয়ের আগেই বেশ আলোচনায় আসে শাকিব খানের চলচ্চিত্রটি।
কিন্তু শুটিং শুরুর পর হঠাৎ শোনা যায় নামটি বদলে গেছে। রাখা হয়েছে ‘কালপ্রিট’। ক’দিন পর আবার শোনা গেছে নাম হলো ‘কমান্ডার’! অবশেষে পরিচালক শাহীন সুমন নিশ্চিত করেন, চলচ্চিত্রটির চূড়ান্ত নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।
পরিচালক জানান, বিভিন্ন গণমাধ্যমে সিনেমার নাম আলাদা এসেছে। কখনও ‘কালপ্রিট’, ‘কমান্ডার’ বা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শোনা গেছে। এগুলো কিছুই নয়। চূড়ান্ত নাম ‘একটু প্রেম দরকার’।
ছবিটি নির্মাণ করছে শাপলা মিডিয়া। গত জুন মাসে মহরত অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন শাকিব খান, বুবলী, প্রযোজক সেলিম খান, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, চিত্রনায়ক সম্রাট, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ
অনুষ্ঠানে শাকিব বলেন, ‘সত্যিই একটি প্রেম দরকার সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। ভালো সিনেমা যারা বানাচ্ছেন তাদের ভালোবাসা দরকার। সরকার যাদের নিয়োগ দিয়ে রেখেছেন সিনেমার উন্নয়নের জন্য, তারা যেন সিনেমার জন্য একটু প্রেম দেখান।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!