X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বায়োগ্রাফি অব নজরুল’-এর শুটিং শুরু

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:১৬

শুটিং চলছে ত্রিশালে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর শুটিং শুরু হলো।
গত ৫ অক্টোবর নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এই ডকুফিল্মের পরিচালক ফেরদৌস খান কেক কেটে ক্যামেরা চালিয়ে এর শুটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত নজরুল কেন্দ্রে অনুষ্ঠিত এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলামের লজিং অভিভাবক বিচুতিয়া বেপারি পরিবারের সদস্যরা।
কেন ত্রিশাল থেকে ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর কাজ শুরু করলেন- এমন প্রশ্নের জবাবে পরিচালক বললেন, ‘‘ত্রিশাল ছিল নজরুলের জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এখানকার কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজউল্লা আসানসোলের রুটির দোকানে কাজ করা দুখু মিয়াকে সঙ্গে নিয়ে এসে দরিরামপুর স্কুলে ভর্তি করান। শুরু হলো জাতীয় কবির আবার পড়াশোনা। এমনটা না হলে নজরুলের জীবন তো অন্যরকমও হতে পারতো! সুতরাং সেই গুরুত্ব বিবেচনায় ‘বায়োগ্রাফি অব নজরুল’-এর শুটিং শুরুর স্থান হিসেবে আমি ত্রিশালকে বেছে নিয়েছি। পরে আমরা আসানসোলেও শুটিং করবো।’’
এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, নজরুল গবেষক, কাজীর সিমলার দারোগাবাড়ি, নামাপাড়ার বিচুতিয়া বেপারি পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন ধারণ করা হয়।
নির্মাতা ফেরদৌস খান দুই দশক ধরে গল্প-উপন্যাস লেখালেখির পাশাপাশি নজরুল ও অন্যান্য গুণী ব্যক্তির বায়োগ্রাফি নিয়ে কাজ করছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা