X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘দেবী’র সঙ্গে যুক্ত হচ্ছে হলিউড-বলিউড!

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ০০:০৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:৫৩

‘দেবী’র সঙ্গে যুক্ত হচ্ছে হলিউড-বলিউড!

গত শুক্রবার (১৯ অক্টোবর) থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বইছে ‘দেবী’ উত্তাপ। প্রতিদিন চলছে ১০টিরও বেশি শো। তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে হলিউডের নতুন দুই ছবি- ‘ফাইভ ওয়েডিংস’ ও ‘হ্যালোইন’।
এরমধ্যে ‘হ্যালোইন’ পিওর হলিউডের হলেও ‘ফাইভ ওয়েডিংস’ ছবিটির প্রধান দুই পাত্র-পাত্রী ও পরিচালক কিন্তু বলিউডের। ফলে এটুকু বলা যায়, নতুন সপ্তাহে ঢালিউডের ‘দেবী’র সঙ্গে যুক্ত হচ্ছে হলিউড আর বলিউড!
২৬ অক্টোবর একসঙ্গে ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। নম্রতা সিং গুজরালের পরিচালনায় ‘ফাইভ ওয়েডিংস’ এদিন ভারতের পাশাপাশি বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে ছবিটির আন্তর্জাতিক মুক্তি হচ্ছে।
অন্যদিকে, গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হরর ছবি ‘হ্যালোইন’ আসছে বাংলাদেশের দর্শকদের সামনে। চার দশক আগে মুক্তি পাওয়া ‘হ্যালোইন’ ছবির সিক্যুয়াল এটি। ডেভিড গর্ডন গ্রিনের পরিচালনায় ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া জাগিয়েছে।
‘ফাইভ ওয়েডিংস’ ছবিটিতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে র‌্যাম্পের রানওয়ে থেকে রুপালি পর্দায় নাম লেখানো আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই’-এ দেখা গিয়েছিল। ওই ছবিতে নার্গিসের চরিত্রটি খুবই সংক্ষিপ্ত হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি।
অন্যদিকে চার দশক পর আবার নতুন করে পর্দায় এসেছে হলিউডের ‘হ্যালোইন’। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স। হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হরর ঘরানার চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তির স্বীকৃতি পায় ছবিটি। পরে এর বেশ কয়েকটি সিক্যুয়াল হলেও প্রথমটির নামের মর্যাদা রাখতে পারেনি কোনোটিই। তাই এবার সম্পূর্ণ নতুনরূপে বেবিসিটারদের ঘুম হারাম করতে আসছেন মাইকেল মায়ার্স।
মুক্তির পর থেকে ছবিটি বেশ ভালো সাড়া পাচ্ছে। দর্শক-সমালোচকদের মতে, এই দশকের সবচেয়ে ভয়ের চলচ্চিত্রটি হতে যাচ্ছে ‘হ্যালোইন’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু