X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বার্সেলোনা যাচ্ছে ফেরদৌসের ‘কালের পুতুল’

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৮:০২আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৩৪

‘কালের পুতুল’ এর একটি দৃশ্যে ফেরদৌস

ফেরদৌস অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’ প্রদর্শিত হবে স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ এশিয়া চলচ্চিত্র উৎসব’-এ।
এ উৎসবে ‘ডিসকভারিস’ বিভাগে দেখানো হবে ছবিটি। রহস্যঘেরা গল্প নিয়ে নির্মিত ছবিটি চলতি বছরের মার্চে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আকা রেজা গালিব পরিচালিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহের পাশাপাশি বিভিন্ন উৎসবে অংশ নিয়েও প্রশংসিত হয়।
এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। ফেরদৌস ছাড়াও এতে অভিনয় করেছেন বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশীষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
বার্সেলোনা উৎসবে অংশগ্রহণের জন্য ২০টি দেশের প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিলো। সেখান থেকে ‘কালের পুতুল’সহ ১০০টি সিনেমা মনোনীত হয়েছে। ৩১ অক্টোবর থেকে পৃথক তিনটি ভেন্যুতে এ উৎসবে ছবিগুলো দেখানো হবে। উৎসব শেষ হবে ১১ নভেম্বর।
এ উৎসবে বাংলাদেশ থেকে আরও দুটি ছবি দেখানো হবে। একটি ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’, অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!