X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘দেবী’র জয়ধ্বনি যুক্তরাষ্ট্রেও

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:০৮

চঞ্চল চৌধুরী ও জয়া আহসান

‘দেবী’ টিমের জন্য বিষয়টি বেশ চমকপ্রদই। কারণ, দেশ পেরিয়ে এবার জয়ার জয়ধ্বনি পাওয়া যাচ্ছে দূরদেশ যুক্তরাষ্ট্র থেকেও।
বেশ উচ্ছ্বসিত ছবির প্রযোজক জয়া আহসান খবরটি জানালেন এভাবে- ‘‘যুক্তরাষ্ট্রে ছবিটির মুক্তি নিয়ে আমরা বেশ আগ্রহী ছিলাম। বিশেষ করে নিউ ইয়র্কে! এজন্য জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে বহুবার দৃষ্টি আকর্ষণ করে আমরা মাত্র ৩টি শো পেয়েছিলাম। তারা মূলত বলিউড অভিনেতা আমির খানের ‘থাগস অব হিন্দোস্তান’-এর জন্য তাদের প্রেক্ষাগৃহগুলো আগলে রেখেছিল। দুটি ছবিই নিউ ইয়র্কে ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে। কিন্তু সব হিসাব উল্টে দিলো ‘দেবী’। আমিরের ছবির অনেক আগেই ‘দেবী’র টিকিট বিক্রি হয়ে গেছে। আর দর্শকদের চাপের কারণে কর্তৃপক্ষ এখন ৩টির জায়গায় ৫টি শো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।’’
এদিকে গত ৩ নভেম্বর দেশটির সান ফ্রান্সিসকোতে মুক্তি পেয়েছে ‘দেবী’। এরপর পর্যায়ক্রমে এটি দেখানো হবে দেশটির প্রায় ২০টি শহরে। আমেরিকায় ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‌‘১৫ ডিসেম্বর পর্যন্ত হল বুকিংয়ের তালিকা পেয়েছি। এরমধ্যে সে দেশের ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।’
এদিকে তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটি দেশের ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।


যুক্তরাষ্ট্রের একটি প্রেক্ষাগৃহের সামনে ‘দেবী’র ব্যানার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
সরকারি অনুদানের এ ছবিটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিটি দেশে পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!