X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভাষার মাসে পর্দায় আসছেন তিশা-সিয়াম

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৪২

তিশা ও সিয়াম ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্র। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ।
আর এটি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারিকে।

ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এর পরিচালক তৌকীর আহমেদ।

তিনি বলেন, ‘আমরা চাই, ভাষার পুরো মাসজুড়েই দেশের দর্শকরা দেখুক ছবিটি। এজন্য ফেব্রুয়ারির প্রথমদিকে এটি আমরা মুক্তি দিচ্ছি। এর পরিবেশনার দায়িত্বে আছে অভি কথাচিত্র। আর ছবিটির প্রচারণায় যুক্ত হবে চ্যানেল আই ও ওয়াল্টন।’

সম্প্রতি তৌকীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হালদা’ বেশ কয়েকটি দেশ ঘুরে এসেছে। কয়েকটি দেশে উপস্থিত ছিলেন নির্মাতা নিজেও।
ছবিটি প্রদর্শিত হয়েছে শ্রীলংকা রাশিয়া, ইতালি, তিউনেশিয়া ও কসভোতে।

‘ফাগুন হাওয়া’ নিয়ে তৌকীর আহমেদের আছে পরিকল্পনা। তিনি বললেন, ‘ভাষার জন্য রক্ত দিয়ে দিবস একমাত্র আমরাই পেয়েছি। এসেছে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতিও। আর ছবিটিও যেহেতু একই প্রেক্ষাপটেই, তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বড় একটি ব্র্যন্ডিং হতে পারে এটি। আমরা শিগগিরই আফ্রিকা মহাদেশসহ অন্যান্য দেশে ছবিটি পাঠানোর উদ্যোগ নেব।’

‘ফাগুন হাওয়া’ ছবিতে আরও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘লগান’খ্যাত অভিনেতা যশপাল শর্মা।
তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে এই ছবিতে। আরও অভিনয় করেছেন সাজু খাদেম, রওনক হাসান, হাসান আহমেদসহ অনেক।
ছবিটির দৃশ্যধারণ চলতি বছরের মার্চ মাসে খুলনায় হয়েছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...