X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্কুবা ডাইভার থেকে মিস ওয়ার্ল্ড

বিনোদন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

মুকুট জয়ের পর ভ্যানেসা পন্তে সেলুলয়েড পর্দা বরাবরই রোমাঞ্চিত হয়েছে মেক্সিকান সুন্দরীদের পদচারণায়। তবে বিস্ময়কর বিষয় হলো, এর আগে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় কোনও মেক্সিকান রমণী মাথায় মুকুট রাখতে পারেননি।
তবে সেই আক্ষেপটা ঘোচালেন ২৬ বছর বয়সী ভ্যানেসা পন্তে দেলেওন।
মজার বিষয় হলো, আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে স্নাতক করা মেক্সিকান সুন্দরীর প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করা হয়নি। পারদর্শিতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি লাইসেন্সপ্রাপ্ত স্কুবা ডাইভার। সমুদ্রতলে স্কুবা ডাইভিংয়ে ভ্যানেসা

অনেকটা শখের বশেই সমুদ্র তলদেশে ডাইভ দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন এই মডেল। এ জন্যই লাইসেন্সটা পেয়েছেন।

পাশাপাশি মানবাধিকার নিয়ে ডিপ্লোমা করেছেন তিনি। নারী ও স্বেচ্ছাসেবী অভিবাসীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্তও এই মেক্সিকান। বলাই যায়, সুন্দর ও মেধার পাশাপাশি এই দিকগুলোই বিজয়ের মঞ্চে এগিয়ে দিয়েছে ভ্যানেসাকে। বাচ্চাদের সঙ্গে ভ্যানেসা পন্তে

‌‘আমি ভালোবাসা, শিল্প, পারস্পরিক যত্নে বিশ্বাসী। আমার স্বপ্নগুলোকে ছড়িয়ে দিতে আমি পরিশ্রম করি এবং চেষ্টা করি অন্যের মুখে হাসি ফুটিয়ে তুলতে।' ঠিক এভাবেই নিজের সম্পর্কে বলেছেন ভ্যানেসা পন্তে।

এতকিছুর পরও তিনি মডেল হিসেবেই পেশাটাকে নিয়েছেন। নিজের মডেলিং সম্পর্কে তার ভাষ্য, ‘বেশ কয়েক বছর ধরে আমি মডেলিং করছি। তবে গত দুই বছর ধরে এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। সত্যি বলতে, এর বাইরেও আমার অন্য জীবন আছে। যা পুরোপুরি ভিন্ন জগত। কারণ, আমি পিছিয়ে পড়া মানুষ কিংবা নারীদের জন্য কাজ করি। সত্যি বলতে প্রতিটি মানুষেরই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা উচিত। তাহলে তারা নিজেরাও চমকিত হবেন।’ ফটোসেশনে ভ্যানেসা পন্তে

এদিকে জানা যায়, পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চাতার এ তারকা ভলিবল খেলতে ও আঁকাআঁকি করতে পছন্দ করেন। স্প্যানিশ ভাষার পাশাপাশি ইংরেজিতেও পারদর্শী তিনি। ভ্যানেসা পন্তে

১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোন শহর গোয়ানাকোয়াতো জন্ম ভ্যানেসার। এরপর স্নাতক শেষ করেছেন গোয়ানাকোয়াতো ইউনিভার্সিটিতে। এ বিজয়ে নিজ এলাকা তো বটেই, তার জন্য এখন পুরো দেশ গর্বিত।

মিস ওয়ার্ল্ডের ইতিহাসে ২০০৫ আর ২০০৯ সালেও প্রথম রানারআপ হয় মেক্সিকো। ২০০৭ সালে দ্বিতীয় রানারআপ ও ১৯৭৭ সালে তৃতীয় রানারআপ হয় দেশটি। আর ভ্যানেসা পন্তে দেলেওনের মাধ্যমে এবারই প্রথম হওয়ার গৌরব পেল মেক্সিকো। মিস ওয়ার্ল্ড হিসেবে ভ্যানেসা পন্তের নাম ঘোষণার পরের মুহূর্ত

উল্লেখ্য, ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসর এটি। ১১৭ দেশের সুন্দরী চীনের হাইনান প্রদেশের সানাইয়া সিটি এরেনায় অংশ নেন। ৮ ডিসেম্বর রাতে বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন ভারতের মানুসি চিল্লার। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী।

সূত্র: এনডিটিভি, পিয়রপিপল, মিস ওয়ার্ল্ড, উইকিপিডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী