X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অচেনা সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬

নাটকের দৃশ্যে শিমু মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ নাটকে অভিনয় করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। আর এতে হাজির হয়েছেন একেবারে অচেনা রূপে। এসেছেন বীরাঙ্গনা বৃদ্ধা নারী চরিত্রে।

নাটকের নাম ‘জয়তু’। জহির করিমের রচনায় এটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। তিনি বলেন, ‘একজন বীরাঙ্গনা ও তার কন্যাকে নিয়ে গল্পটি গড়ে উঠেছে। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা এই নারী স্মৃতির অতলে ডুবে থাকেন। কিন্তু কিছু বলতে পারেন না। স্মৃতিশক্তি হারিয়ে ঠাঁই হয়েছে এক হাসপাতালে। এই নারীকে দেখতে প্রতিবছর তার মেয়ে বিদেশ থেকে আসে। একটা সময়, মেয়ে তার মায়ের হারানো অতীতের কথা জানতে পারে।’

নাটকের গল্পে দেখা যাবে, সময়টা তখন ১৯৭১ সালের জানুয়ারি থেকে মার্চ। জাফর আর বাণীর ভালোবাসার পরিপ্রেক্ষিতে দুই পরিবারের সম্মতিতে ২৫ মার্চ তাদের বিয়ের দিন ধার্য করা হয়ে থাকে। বিয়ের রাতে ঘটে নিষ্ঠুর ঘটনা। অতর্কিতভাবে ২৫ মার্চ কালো রাতে পাকবাহিনী তাদের গ্রামে হানা দেয়। পাকবাহিনীর মেজর তার সহচর সৈনিকদের নিয়ে সেই রাতে জাফর আর বাণীর বাসরঘরে প্রবেশ করে। জাফরকে গুলি করে বাণীকে টেনেহিঁচড়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যায়। সেই নববধূ বাণী এখন ষাটোর্ধ্ব পাগল বাণী।

‘জয়তু’ নাটকে অন্যান্য চরিত্রে আছেন শম্পা রেজা, রওনক হাসান, দীপক কর্মকার, ইশরাত চৈতি রায়, শিখা কর্মকারসহ অনেকে। নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু