X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নিখোঁজ মুক্তিযোদ্ধা সাত্তার সাহেব

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৫

জীবন যুদ্ধ রাশেদের (জোভান) বাবা সাত্তার সাহেব (লুৎফর রহমান জর্জ) একজন মুক্তিযোদ্ধা। রাশেদ ছোটখাটো একটা চাকরি করে। বাবা সরকারি একটা চাকরি করতেন। অবসরে যাওয়ার পর প্রাপ্য পেনশন এবং মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে যা পান তা দিয়েই চলে যায় তাদের সংসার।
সাত্তার সাহেব ছেলের জন্য চাইলেই কারও কাছে সুপারিশ করলে ভালো একটা চাকরি নিয়ে দিতে পারেন। কিন্তু নীতির জায়গায় কোনও আপস করবেন না তিনি। ওদিকে রাশেদকে ভালোবাসে অর্চিতা (রুহী)। অর্চিতার বাবা-মা কোনওভাবেই রাশেদকে মেনে নিতে পারে না। কারণ অর্চিতাদের পারিবারিক ও সামাজিক স্ট্যাটাসের সাথে রাশেদদের পরিবার খাপ খাওয়ানো কঠিন। এজন্য অর্চিতা প্রতিনিয়ত রাশেদকে বোঝায়, ভালো একটা চাকরি করতে। অর্চিতা রাশেদকে এটা নিয়ে শেষমেশ একটা সময় বেঁধে দেয়। সেইদিন রাশেদ বাসায় গিয়ে বাবার সাথে ভালোভাবে কথা বলে। কিন্তু বাবা তো তার নীতির জায়গায় অটল।
বাবা আর ছেলের মাঝে তুমুল ঝগড়া হয়। পরের দিন থেকে আর পাওয়া যায় না সাত্তার সাহেবকে। শেষমেশ ঘটে এক অন্যরকম ঘটনা।
এমনি গল্পে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জীবন যুদ্ধ’। সৈয়দ ইকবালের রচনা এবং এসআর মজুমদারের পরিচালনায় নাটকটিতে সাত্তার সাহেবের চরিত্রে লুৎফর রহমান জর্জ, রাশেদ চরিত্রে জোভান এবং অর্চিতা চরিত্রে নুসরাত জান্নাত রুহী অভিনয় করেছেন।
ত্রিধারা প্রযোজিত ও ফ্যাক্টর থ্রি সলিউশন নিবেদিত নাটকটিতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, তনুশ্রী তন্নীসহ অনেকে।
নাটকটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এশিয়ান টিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!